বিএনপি সরকার গঠন করলে ইমাম–মোয়াজ্জিনদের উন্নয়নই হবে প্রথম অগ্রাধিকার

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর, বারঠাকুরী, মানিকপুর, কাজলসার ও বারোহাল ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিনদের অংশগ্রহণে “ইমাম–মোয়াজ্জিনদের উন্নয়ন, ভবিষ্যৎ ও করণীয় মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টায় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ফারহানা এন্ড আয়শা কম্প্লেক্সে আয়োজিত এ সেমিনারে স্থানীয় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার, নৈতিকতা ও শিক্ষা বিস্তারে ইমাম–মোয়াজ্জিনদের ভূমিকা, তাদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায়, অনুষ্ঠানের আয়োজক ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেন,আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে ইমাম ও মোয়াজ্জিনদের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি ইমামদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দলীয় অঙ্গীকারের কথাও তুলে ধরেন, তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় ইমাম মোয়াজ্জিন দের প্রতি শ্রদ্ধাশীল।

মতবিনিময় সভায় গত ১৭ বছরে অবহেলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ইমাম ও মোয়াজ্জিন নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ধর্মীয় দায়িত্ব পালনের পথে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, সেসব বিষয়ে খোলামেলা বক্তব্য দেন এবং ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ ইমাম–মোয়াজ্জিনদের নৈতিক শক্তি ও নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং মসজিদকেন্দ্রিক সামাজিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন