কেমুসাসের ৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. সাজেদুল করিম বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট তথা বাংলাদেশের ঐতিহ্য। সাহিত্য সংসদ দীর্ঘকাল ধরে নিজের স্বকীয়তা বজায় রেখে এ অঞ্চলের মানুষকে আলোর পথ দেখাচ্ছে।
তিনি দেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরীর সভাপতিত্বে গত মঙ্গলবার সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহবায়ক মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদের পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
কেমুসাস-এর সহ-পাঠাগার সম্পাদক ইশরাক জাহান জেলির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গল্পকার জামান মাহবুব, সংসদের সহসভাপতি মো. রুহুল ফারুক, কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কার্যকরী পরিষদ সদস্য কবি অধ্যক্ষ কালাম আজাদ, শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, ডা. ফয়জুল হক, প্রমুখ। আলোচনাপর্বে সূচনায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামাল তৈয়ব।
প্রফেসর ড. সাজেদুল করিম আরো বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে হবে। বই-ই আমাদের প্রকৃত বন্ধু। বিপদে বই আমাদেরকে সহযোগিতা করতে পারবে অন্যরা নয়। প্রযুক্তির অগ্রসরতার সাথে সাথে আমাদের সামনে অনেক খারাপ বিষয় চলে এসেছে। বিশেষ করে মোবাইল ইত্যাদি অনেকটা আসক্তির পর্যায়ে চলে এসেছে। আমাদের নতুন প্রজন্মকে এই অবস্থা থেকে রক্ষা করতে হবে।
বিকেলে অনুষ্ঠিত স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সাজন আহমদ সাজু, কামাল আহমদ, মিজানুর রহমান, সৈয়দ আছলাম হোসেন, মুন্নি আক্তার, আমিনা শহীদ চৌধুরী মান্না, হুসাইন হামিদ, জহুর মুনিম, ইফাত হাসান আরমান, আতাউর রহমান বঙ্গী, আদিল আনোয়ার, মাহফুজ জোহা, অয়ন লাবিব, টিএ সুলেমান, জুবায়ের নাবিল, ডা. ফয়জুল হক, আজিজুল হক, গোলাম রব্বানি চৌধুরী, সুফি আকবর প্রমুখ। স্বরচিত কবিতা প্রতিযোগিতায় মাহফুজ জোহা প্রথম, আতাউর রহমান বঙ্গী দ্বিতীয়, জহুর মুনিম তৃতীয়, জুবায়ের নাবিল, টিএ সুলেমান ও আমিনা শহীদ চৌধুরী মান্না বিশেষ স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবি বাছিত ইবনে হাবীব, সেনুয়ারা আক্তার চিনু, নাজমুল আনসারী।

শেয়ার করুন