কানাডায় সোর্ডস ব্রাদারহুড কাপ- সিজন ১, ২০২৫ সম্পন্ন

কানাডার টরেন্টোর করবেট পার্কে সোর্ডস স্ট্রাইকার্স টরন্টো আয়োজিত সোর্ডস ব্রাদারহুড কাপ- সিজন ১, ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে সর্বমোট ১৬ টা টিম অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রবাসীরা কর্মব্যস্ততার কারণে তেমন একটা বিনোদনের সুযোগ পান না। এসব খেলাধুলা বা দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলে প্রবাসীরা একটু বিনোদন পান। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে।

গত ৭ সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী টুর্নামেন্টে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী দর্শকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে শেষ হাসি হাসে উসমানী স্পোর্টস ক্লাব এবং রানার আপ হয় সিলেট সুপার কিংস।

ফাইনালে তারা ৫৫ রানের ব্যবধানে হারায় টু্র্নামেন্টের আরেক ফেভারিট টিম সিলেট সুপার কিংসকে। টু্‌র্নামেন্টের সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে কার্যকরী খেলোয়াড় নির্বাচিত হন উসমানী স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন ইমরান আহমদ, সর্বোচ্চ উইকেট শিকারী হন চিটাগাং স্টালিওন্সের ফয়সাল নুর, এবং সেরা ব্যাটসম্যান হন হবিগঞ্জ স্কোয়াডের তাসকিন আহমদ।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেদী মারুফ, মুর্শেদ নিজাম, আশফাক আব্দুল্লাহ, জাকারিয়া চৌধুরী, জুবায়ের আহমদ, মির জুয়েল।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল হাফিজ, মুর্শেদ নিজাম, মেহেদী মারুফ, আশফাক আব্দুল্লাহ, মির জুয়েল, জুবায়ের আহমদ, মিজান চৌধুরী, রেমন আহমদ, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল।

উল্লেখ্য, টুর্নামেন্টিতে টাইটেল স্পন্সর ছিলেন এহসানুল হাফিজ, ডিরেক্টর অব অন্টারিও সকার।

শেয়ার করুন