
লেখকরা দূরদর্শী তারা মানুষের হৃদয়কে অনুভব করতে পারেন
-কমিশনার রেজাউল করিম
বিশিষ্ট কবি-আবৃত্তিকার আবু সাঈদ আনসারির একক আবৃত্তিসন্ধ্যা গতকাল সোমবার (২৫.০৯.২০২৫.) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩২২তম আসরে আবু সাঈদ আনসারি স্বরচিত কবিতা ছাড়াও বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফারসিসহ ৬টি ভাষায় কবিতা আবৃত্তি করেন। আবৃত্তি সন্ধ্যার সূচনায় তিনি পৃথিবীর প্রখ্যাত কারিদের অনুসরণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) মো. রেজাউল করিম পিপিএম-সেবা। বিশিষ্ট কবি বাচিকশিল্পী, যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল এবং আলোচনায় অংশ নেন কবি কামাল তৈয়ব এডেভোকেট, আবৃত্তিকার আমিনুল ইসলাম লিটন, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি প্রভাষক ইশরাক জাহান জেলি। সভায় শিশুশিল্পী তালবিয়া জান্নাত ও ওয়াসিফ আবৃত্তি পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেন, লেখকরা দূরদর্শী তারা মানুষের হৃদয়কে অনুভব করতে পারেন, হৃদয়কে ছুঁেয় যেতে পারেন। এ ধরনের আবৃত্তিসন্ধ্যা লেখকের সাথে পাঠক-শ্রোতার একটি সেতু বন্ধন রচনা করে।
আবৃত্তিকার আবু সাঈদ আনসারি অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাদের সকল মেধা-মনন মহান আল্লাহর প্রশংসা ও মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে।