জগ্ননাথপুর থেকে নিখোঁজ ওসমানীনগরের যুবক থানায় জিডি

সিলেটের ওসমানীনগরের মোঃ এখলাছুর রহমান(৩৫) নামের এক যুবক গত ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার চর ইশবপুর গ্রামের মোঃ সুনাহর আলী ছেলে।

জানা গেছে, নিখোঁজ এখলাছুর রহমান মানসিক রোগী ছিলেন। গত ২১ আগস্ট তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে উনার বোন মোছাঃ শরিফা বেগমের বাড়িতে বেড়াতে যান। অত:পর ২২ আগস্ট রাত আনুমানিক ১০ টায় বাসা থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেননি। এঅবস্থায় বোন শরিফা বেগম পিত্রালয়সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় শরিফা বেগম জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং-১০৩৪। হারিয়ে যাওয়ার সময় এখলাছুর রহমানের পরনে ছিল সাদা এবং কালো প্রিন্টের ফুল শার্ট এবং নীল রঙের লুঙি। তার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি। গায়ের রঙ ফর্সা। চুলের রং কালো লম্বা, মুখ মন্ডল হালকা লম্বাটে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে মোবাইল ০১৭০৪৬৯৩৩৮৬ নাম্বারে অথবা জগন্নাথপুর থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন মোঃ এখলাছুর রহমানের বোন শরিফা বেগম।

শেয়ার করুন