
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বলেছেন প্রতিযোগিতার এ যুগে তোমাদের মেধা ও যোগ্যতা কে কাজে লাগিয়ে টিকে থাকতে হবে। শিল্প বিপ্লবের এ যুগে প্রতিযোগিতা অনেক। পাশাপাশি
সময়কে হেলায় হেলায় কাটিয়ে নষ্ট করা যাবে না, সময় তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।
তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছেন তোমাদেরকে পড়াশোনা করিয়েছেন, তারা পুরাতন কাপড় পরিধান করে তোমাদের সুন্দর জামা কাপড় কিনে দিয়েছেন। তোমাদের প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা পড়াশোনা করতে হবে, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি শনিবার ২ আগষ্ট শনিবার সকাল ১০ ঘঠিকার সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্র শিবির আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীৰ্ণ কৃতি শিক্ষাৰ্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাকিব আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ এর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি আবু আইয়ুব মন্জু বলেন ছাত্র শিবির মেধা ও মননের দ্বারা পরিচালিত একটি ছাত্র সংগঠন, মেধাবীদের কল্যাণে ছাত্র শিবির ১৯৭৭ সাল থেকে কাজ করে আসছে, আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমরা সুন্দর শ্যামল বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূর্ব ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ, গোয়াইনঘাট সরকারী কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, সহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষাৰ্থীদের হাতে ফুলের তোড়া ও ক্রেষ্ট উপহার দেন অতিথি বৃন্দ।