রম্যলেখক হারান কান্তি সেন একজন অসাম্প্রদায়িক মানুষ

জুয়েল সাদত :

রম্যলেখক হারান কান্তি সেন।
একজন আমার দেখা অসাম্প্রদায়িক মানুষ।
আমাকে দেখে বলেন,মসজিদ / মাদ্রাসায় জড়িত থাকা – দান খয়রাত করা অনেক ভাল কাজ।
এগুলোই জীবনের মুল সম্পদ।
হ্যা, আমাদের সিলেটের হারান দার কথা বলছি।
মিশিগান আমার ভাগ্নের হলুদ সন্ধ্যায় গান গাইতে এলেন উনার টীম নিয়ে।
অনেক ভাল গান ও করেন। আমার ছোট মামা মনজুর হোসেন লন্ডন থেকে এসেছেন, উনিও ভাল গান গাইলেন৷।
মিশিগানে সপরিবারে সুখেই আছেন হারান কান্তি সেন । সোস্যল মিডিয়াতে হারান কান্তি সেন অনেক কিছু করেন।
আমার একজন পছন্দের মানুষ৷
বললাম “তারা শংকর ….
এর পর আর কোন বই এলো না কেন?
বললেন সময় পাই না!
আছি মিশিগানে আরো ৩ দিন।

শেয়ার করুন