সাইক্লোনের শ্রাবণ সন্ধ্যায় কবিতাপাঠ

কবিদের জন্য সবসময়ই বিশেষ অনুপ্রেরণার উৎস হলো বর্ষা

কবি আহমেদ সৈয়দ শাহনুর

বর্ষা নিয়ে লেখা কবিতায় একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠে, তেমনি অন্যদিকে মানুষের আবেগ, অনুভ‚তি ও জীবনের প্রতিচ্ছবিও প্রকাশ হয়। বর্ষা আমাদের হাসায় আবার কাঁদায়Ñএই দুটি মিশ্রণে বর্ষা ঋতু। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটা ঋতুকে যেভাবে তার সাহিত্যে তুলে ধরেছেন, আমরাও সেইভাবে প্রতিটি ঋতুকে আমাদের লেখায় তুলে ধরতে পারি। কবিদের জন্য সবসময়ই বিশেষ অনুপ্রেরণার উৎস হলো বর্ষা। বর্ষার রূপ, রস এবং এর প্রভাব বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের আয়োজনে গতকাল সোমবার (২১ জুলাই) ‘শ্রাবণ সন্ধ্যায় কবিতাপাঠ’র আসরে প্রধান অতিথির বক্তব্যে কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর একথা বলেন।
নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের ৩১৬ তম কবিতাপাঠের আসরে সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার-সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াতশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কবিতা পাঠের আসরের সুচনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন গীতিকবি ওমর ফারুক।
সাইক্লোনের সাধারণ সম্পাদক কবি প্রভাষক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন সভাপতি ভ্রমণ কাহিনি লেখক মোয়াজ আফসার।
কবিতা পাঠ করেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি বেলাল আহমদ চৌধুরী, কবি মুহিত চৌধুরী, কবি মোঃ আব্দুল হক, কবি আখলাকুল আসপিয়া, কবি লুৎফুর রহমান তোফায়েল, কবি ছয়ফুল আলম পারুল, সংগঠক রিপন মিয়া, গীতিকবি বাহাউদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ, ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি আমিনা শহীদ মান্না, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কবি রোকসানা বেগম, ছড়াকার আব্দুস সামাদ, ছড়াকার হোসাইন হামিদ।
অনুষ্ঠানে কবি আহমেদ সৈয়দ শাহনুরকে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়

শেয়ার করুন