
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিলেট ৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, শিক্ষার মূল লক্ষ্য মানুষ হওয়া,মনুষত্ববোধের বিকাশ সাধন করা।তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং নতুনভাবে দেশ গড়তে ভালো মানুষের প্রয়োজন। নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। শিশুদের আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে তিনি তাদেরকে ভালো করে পড়াশোনার উৎসাহ দেন।
গোলজার আহমদ হেলাল মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর উপজেলার বিএম ল্যাবরেটরী স্কুলে কোমলমতি শিশুদের খেলার জন্য ম্যারিগো রাউন্ড প্রদানকালে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সমাজকর্মী জাবেদ আহমদ এটি শিশুদের জন্য উপহার হিসেবে পাঠান।বিএম স্কুলের পরিচালক রাসেল মাহফুজের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জৈন্তাপুর উপজেলার যুগ্ম সমন্বয়ক প্রণব দাস, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন বিএনএ সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ ফজলে রাব্বি আফজাল সাজু, বিশিষ্ট আলেম মাওলানা দেলোয়ার হোসেন। এসময় স্কুলের শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।