
টরেন্টো সন্ধ্যা: ভালোবাসার এক ভিন্ন মাত্রার আয়োজন। কানাডার টরেন্টোতে বাংলা ভাষাভাষী মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন ও হেলাল উদ্দিন রানা। বাংলাদেশের এই দুই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে ৪ জুলাই, টরেন্টোর ডেনফোর্থ এলাকার রাধুনি রেস্টুরেন্টে আয়োজিত ‘দেখা সাক্ষাৎ’ অনুষ্ঠানটি একটুকরো আড্ডা, একখণ্ড ভালোবাসা, এক সন্ধ্যা— স্মরণীয় মুহূর্ত হয়ে উঠে।
৪ জুলাই রাতে হিউম্যান এইড কানাডার উদ্যোগে প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন ও সাংবাদিক লেখক হেলাল উদ্দিন রানার কানাডা আগমন উপলক্ষে টরন্টো বসবাসরত লেখক, সাংবাদিক সমাজকর্মীদের উপস্থিতিতে আয়োজন করে ‘দেখা সাক্ষাৎ’ অনুষ্ঠান । তরুণ সংগঠক মাসুমুর রহমান বাপ্পি ও মিজান চৌধুরীর আন্তরিকতায় আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিটিভির সাবেক সংবাদ পাঠিকা আসমা আহমেদ । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাওগাত আলী সাগর, সাংবাদিক নজরুল মিন্টু, সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু, সাংবাদিক মাহবুব ওসমানী, মোশতাক আহমেদ চৌধুরী, মঈন চৌধুরী, ছাদ চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, মিসবাহুল কাদির ফাহিম, সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী, জয়নাল আহমেদ, আব্দুস সাদেক লিপন, আলী হোসেন, আক্কাস আলী সেলিম, মোহাম্মদ হোসেন, ইমরান হোসেন, আক্তার আহমদ, ছাবির আহমদ শাহীন, মাসুক চৌধুরী, লায়েকুল হক চৌধুরী, আব্দুল বাতিন ফয়সল, আলী হোসেন, শরিফ আলী, দিলওয়ার এলাহী, উম্মে হাবিবা, এবং মৌ মধুমন্তী প্রমুখ।
সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন তার দীর্ঘ কর্মজীবন, ছাত্র রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি, সাংবাদিকতার বিভিন্ন স্মৃতি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তরুণ সংগঠক মাসুমুর রহমান বাপ্পি ও মিজান চৌধুরী আন্তরিকতায় আজকের এই আয়োজনটি হৃদয়ের।এ আড্ডা কোনো প্রতিযোগিতা নয়, আত্মিক মিলন মেলা। এখানে কেউ বড় কেউ ছোট নয়, সবাই এক। যেমন নদীর সব স্রোতই একসময় গিয়ে মেশে সমুদ্রে। টরেন্টোর এই সন্ধ্যা তেমন এক সমুদ্র—ভালোবাসার, মমতার, এবং অন্তরের।
সাংবাদিক লেখক হেলাল উদ্দিন রানা তার বক্তব্যে বলেন এই আয়োজন টি অত্যন্ত মানবিক সংযোগ, বন্ধুত্বের নির্ভেজাল পরশ, আত্মীয়তার শিকড় ছোঁয়া গভীরতা প্রকাশ পেয়েছে।