
গৌরব আর ঐতিহ্যের পথচলায় এক যুগে পদার্পন করলো ডিজিটাল সাংবাদিকতার স্বারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাব। যুগপূর্তির এই মাহেন্দ্রক্ষণে ক্লাবেরর সদস্য,সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ দেশ ও প্রবাসে অবস্হানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।
২০১৪ সালের ৮ জুলাই সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পোশাগত মানোন্নয়নের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব গঠিত হয়। এরপর থেকেই সাংবাদিকতার নীতিমালা অনুসরন করে সবার আগে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আজ সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের কাছে গ্রহণযোগ্য ও সমাদৃত হয়েছে।
এদিকে যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য নানা কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য ক্লাব নের্তৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই মাসের ৮ জুলাই সিলেট অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে অনলাইন গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী ও সর্বাধুনিক।