
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে প্রবীণ বাউল খোয়াজ মিয়ার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) বুধবার অচিনপুরী সেন্টার লামাবাজারে পবিত্র কুরআন তেলাওয়াতে ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি বিরহী কালা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নুর পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান।
শোকসভায় বক্তব্য রাখেন, হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী রব, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান মাসুম, সহ সাধারণ সম্পাদক শাহ আলমগীর (হবিগঞ্জ জেলা) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কণ্ঠশিল্পী সৌরভ সোহেন, গীতিকার আলাউদ্দিন হোসেন শাহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, শফিক আহমেদ পিয়ার মেম্বার, বাউল শিল্পী এস এম রহমান, বাউল হুশিয়ার ভান্ডারী, শাহ সিদ্দিক চিশতী, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা গোলাম হায়দার রুবেল, সিলেট জেলা প্রচার সম্পাদক ছামির আহমদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য রুহুল আমিন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোশারফ পারভেজ, কণ্ঠশিল্পী অনামিকা, ইমন প্রমুখ।