দুর্নীতির বিরুদ্ধে নতুন শক্তি: গ্রীন ফোর্স বাংলাদেশের পথচলা শুরু

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই বলিষ্ঠ স্লোগান নিয়ে আজ ২৮ জুন, ২০২৫ তারিখে বারিধারা ডিওএইচএস পরিষদ কনভেনশন সেন্টারে গ্রীন ফোর্স বাংলাদেশ নামের এক অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছ্বাসেবী সামাজিক সংগঠনের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়েছে।
মিকাইল রহমান, চেয়ারম্যান, গ্রীন ফোর্স বাংলাদেশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনের চীফ পেট্রন মেজর জেনরেল মুজাহিদ উদ্দিন (অব:) এবং ব্রুনাই দারুসসালামের মাননীয় হাই কমিশনার হাজি হারিস বিন ওথমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রীন ফোর্স বাংলাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সংকল্প ব্যক্ত করেন। এই সংগঠনটি সমাজ থেকে দুর্নীতি নির্মূলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

শেয়ার করুন