
শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর
বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য। গত ১৭ বছর আওয়ামী লীগ দুর্ণীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করেছে। স্থানীয় পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কৌশলে কাজ করেছি। সিলেটের রাজনীতির মাঠে আগে বিভিন্ন ভাইয়ের নামে স্লোগান ছিলে, সে ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাইয়ের নামের স্লোগান বাদ দিয়ে শুধু বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানের প্রথা চালু করেছি। আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ঐক্য বিনষ্ট করি নি, ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করেছি।
তিনি মঙ্গলবার (২০ মে) যুক্তরাষ্ট্রের মিশিগানের রাজ্যের হ্যামট্রাম্যাকে আলাদিন রেস্টুরেন্টে সন্ধ্যায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লায়েছ, লক্ষনাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম, সাবেক চেয়ারম্যান রাজু তালুকদার, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর আশরাফ ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান রণি, মাহফুজুল করিম জেহিন।
মঞ্জুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, খন্দকার ইউসুফ কামাল, সমজিদ আলম, মোশারফ হোসেন চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদত হোসেন মিন্টু, শাহজাহান রহমান মফিজ, কামাল হোসেন লিলু, আক্কাস উদ্দিন, নজমুল হক, আব্দুর রহমান মুর্শেদ, আহমদ শরীফ মেহদী, রাশেদুল ইসলাম রাশেদ, মকসুদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি