রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যাগে বিধবা মহিলাকে নতুন ঘর হস্তান্তর

রোটারিয়ানরা দেশে ও বিদেশে মানবতার সেবায়
যে কাজ করে আসছেন তা অত্যন্ত প্রসংশনীয়

রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল কর্তৃক প্রদত্ত ২১তম ঘরটি গ্রামের একজন গরীব বিধবা অসহায় মানুষকে তৈরি করে দেয়ার উদ্যোগটি খুবই প্রসংশনীয় মানবিক কাজ। রোটারিয়ানরা দেশে ও বিদেশে মানবতার সেবায় যে কাজ করে আসছেন, তা অত্যন্ত প্রসংশনীয়।

বুধবার (১৪ মে) বিকেলে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও লো কস্ট হাউজ প্রজেক্টের আওতায় ২১তম ঘর সিলেট খাদিমনগর তেলিপাড়া এলাকার গরীব বিধবা অসহায় আখতারুন্নেছা কে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ একথা বলেন।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আলী আহমদ জাকির, বর্তমান মেম্বার মোঃ শাহজাহান, লো কস্ট হাউজ এর চেয়ারম্যান রোটারিয়ান পিপি জিয়াউল হক এম পিএইচএফ , ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন, এডভোকেট রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি এডভোকেট মোজাক্কির হোসেন কামালী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটারিয়ান পিপি এডভোকেট ড. এম শহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন