রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টে সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর পিতা এম এ মুছাব্বির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ মে) সকালে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার লাশ সিলেটের শাহী ঈদগায় ময়দানে লাশবহনকারি হেলিকপ্টার এসে পৌছে বেলা ৩টায়। জানাযায় অংশ নিতে ময়দানে ছুটে আসেন সিলেটে বসবাসকারি তার পরিবার পরিজন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী ও শুভাকাঙ্খীজনেরা।
আবদুল মোছাউয়ীর আনসারী এর লাশ হেলিকপ্টার যোগে বেলা ২টায় ঢাকা বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে ৫০ মিনিট পর শাহী ঈদগাহ ময়দানে নামনো হয়। তার জানাজা বাদ আসর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৮ বছর নির্বাসিত জীবন শেষে ফেরার ২ মাসের মাথায়
মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও লন্ডনের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ইমাম আবু সাঈদ আনসারীর পিতা এবং সাংবাদিক গল্পকার সেলিম আউয়ালের শ্বশুর আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী পীর সাহেব আজ ৮ মে সকাল ৭ টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন।
মৃত্যু কালে বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রের, ৩ কন্যাসহ অসঙখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া
মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন। বাল‍্যকালে একটি বড় সময়ে এতদঞ্চলের ইসলামীক স্কলার ও পীর এ কামেল পিতা ফজল আনসারীর সাথে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম।

শেয়ার করুন