
মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের ৯ ও ৩৭নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা রোবরা (২৭ এপ্রিল) বিকাল ৫টায় নেহারিপাড়ায় অনুষ্ঠিত হয় ।
সংগ্রাম পরিষদের ৯নং ওয়ার্ডের সভাপতি আনিছ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর, রিকশা ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সংগ্রাম পরিষদের ৯ নং ওয়ার্ডের উপদেষ্টা আবুল খায়ের,সংগ্রাম পরিষদ ৩৭নং ওয়ার্ডের সাধারণ মোহসীন আহমদ, সংগ্রাম পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ সর্বগ্রাসী সংকটের মধ্যে দিনযাপন করছে।কর্ম ও মজুরি সংকট নিমজ্জিত শ্রমজীবী মানুষ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্তির সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।
বক্তারা দীর্ঘদিন থেকে সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে সরকার খসড়া নীতিমালা প্রণয়ন করলেও এখন পর্যন্ত তা কার্যকর করেনি। বক্তারা অবিলম্বে খসড়া নীতিমালা অনুযায়ী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স,রুট পারমিট প্রদান এবং ব্যাটারি চালিত যানবাহনের সকল প্রকার হয়রানি-উচ্ছেদ বন্ধের আহ্বান জানান ।
বক্তারা ১ মে সকাল ১০টায় লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।