
শাহাদত বখ্ত শাহেদ :
(সুপ্রিয় কবি জফির সেতু) কে
সেদিন প্রকৃতিতে প্রচন্ড গরম ছিল, সাথে করোনার অগ্নিনিশ্বাস । চারিদিকে ঘরবন্দি মানুষ।
যখনি সন্ধ্যা নামলো। তখন আমি শীতল বাতাসের স্পর্শ নিতে ছুটে যাই ফ্ল্যাটের ১০ তলার টপফ্লোরে।
নির্জন সময় । কেউ নেই আশেপাশে।
সামনে রাখা ইজি চেয়ারে বসে
চোখ মেলি কবিতাকাশে। চেয়ে দেখি হাজার তারা। আমি গুনতে থাকি গুনতে থাকি। হঠাৎ চোখ কাড়লো একটি তারা। মিটমিট করে কি যেন বলছে আমায়। হায়! একি- কবিতায়,গল্পে আমাকে মাতিয়ে তুলছে। অনেক কষ্ট করেছি তারার নামটি জানার জন্য, জানতে পারিনি। সেদিন বড়ো আফসোস ছিল মনের মাঝে ।
আমার তারা গুনার অভ্যাস সেই ৯০ দশকের শুরু থেকে। কবিতাকাশে “কবি তারা” খুঁজার।
আজ কবিতাকাশে তাকিয়ে দেখি
সেইদিনের “কবি তারা” আমার পাশে বসা। জ্বলজ্বল জ্বলজ্বল করছে । তবে কি সেই দিনের “কবি তারা” আজকের পঞ্চাশের কবি জফির সেতু।
যে আমাকে সেদিন ভাবিয়ে তুলেছিল সৃজনশীল বাক্যের নান্দনিকতায়।
জয় হোক কবিতার,
জয় হোক কবি জফির সেতুর