
সিলেট মহানগরীর শাহ খুররুম যুব ঐক্য পরিষদ এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ৩৯নং ওয়ার্ডের খুররুম খলা চৌধুরী ক্রীড়া কমপ্লেক্সে এলাকার বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের উপস্থিতিতে এই অভিষেক সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী শাফি চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক শিবলী ও সাংগঠনিক সম্পাদক এস.এম. সামছুল আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন খুরুম খলা গ্রামের মুরব্বী সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, গ্রামের মুরব্বী বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ জয়নুল হক ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন।
এসময় বক্তারা যুব পরিষদ গঠন করায় এলাকার যুবকের ধন্যবাদ জানান ও যুব সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, সুন্দর, শান্তিময় সমাজ গঠনে যুব সংগঠনের গুরুত্ব অপরিসীম।সামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যুবকদের কার্যকরি ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। এলাকার শিক্ষার আলোর ধারাবাহিকতা বজায়ে ও যুবকদের শ্রম শক্তিতে রুপান্তরে এই সংগঠন অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য তাদের বক্তব্যে বলেন, মানব কল্যাণে কাজ করে যাবে ‘শাহ খুররুম যুব ঐক্য পরিষদ’। মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে এই সংগঠন। মাদকমুক্ত একটি মানবিক সমাজ গঠনে করাই হবে আমাদের মুল কাজ।
এসময় আরো বক্তব্য রাখেন খুররুম খলা জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আহাদুল হোসেন চৌধুরী লায়েক, পীরপুর গ্রামের মুরব্বী ও সাবেক মেম্বার এনাম হোসেন, শাহপুর গ্রামের মুরব্বী আলী আহমদ,খুররুম খলার মুরব্বী ব্যবসায়ী জুনাঈদ চৌধুরী,মাষ্টার আব্দুল মুতালিব,হাফিজ উদ্দিন চৌধুরী, শাহ আব্দুল বাসিত পারভেজ,আরশ আলী তালুকদার,নয়গ্রাম যুবকল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সালাম, টুকেরগাঁও যুব পরিষদের সভাপতি মকবুল হোসাইন সহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি বক্তব্য রাখেন।
এছাড়াও সংগঠনের কার্যকরী কমিটির সহ সভাপতি মোঃ আল আমীন,সহ সাধারণ সম্পাদক শেখ সাজু আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, অর্থ সম্পাদক এডভোকেট গোলাম রসুল চৌধুরী জাবেদ,সহ অর্থ সম্পাদক বদরুল ইসলাম,আইন ও সমাজকল্যাণ সম্পাদক বদরুল আলম চৌধুরী,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাজ্জাদুর রহমান সজিব, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ শাহান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শাহ মুহিব আহমদ, সহকারী প্রচার ও প্রকাশনা আবজল আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ জুবায়েল ইসলাম জুবেল, সহ দপ্তর সম্পাদক শাকিল আহমদ, কার্যকরী সদস্য- সৈয়দ ছাব্বির আহমদ ও ফয়ছল আহমদ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও খুররুমখলা গ্রামের বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন, রুহেল আহমদ চৌধুরী, ইসলামী বস্ত্রবিতানের মালিক ওলিউর রহমান, ব্যাংকার শামিম আহমদ, ব্যাবসায়ী সালাউদ্দিন আহমদ, ব্যবসায়ী সুহাগ আহমদ সহ প্রমুখ ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।