পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত

মৌলভীবাজার-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিক আপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৩ মার্চ) সকালে শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি পিকআপভ্যান চা পাতা ভর্তি করে ১৫ জন শ্রমিকসহ আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চা শ্রমিকরা গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—আমড়াইলছড়া চা বাগানের রাম রবিদাস ছেলে হৃদয় রবিদাস (১৯) ও কাজল দাসের ছেলে বিলাস দাস (১৭)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন