রোটারি অ্যানুয়েল কনফারেন্স সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে
…পিডিজি লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.)

বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লে. কর্নেল এম. আতাউর রহমান পীর বলেছেন, বিশ^ব্যাপী রোটারি একটি আন্দোলন। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রতিষ্ঠার পর থেকে রোটারি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও রোটারি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। সিলেটে রোটারি অ্যানুয়েল কনফারেন্স একটি নতুন দিগন্তের সূচনা করবে।
রোটারি ক্লাব অব রিপসা টাউন হল-এর উদ্যোগে রোটারি অ্যানুয়েল কনফারেন্স সফলের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বুধবার (১২ ফেব্রæয়ারি) রাতে রোটারি ক্লাব অব রিপসা টাউন হলের উদ্যোগে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কনফারেন্স চেয়ারম্যান পিপি জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পিপি মুহাম্মদ কবির উদ্দিন, পিপি মাহবুবুল হক চৌধুরী, পিপি ড. তোফায়েল আহমদ, পিপি ইকবাল আহমদ, পিপি আব্দুল মুকিত, পিপি মামুন আহমদ, পিপি বিকাশ কান্তি দাশ, পিপি কামাল উদ্দিন, পিপি শাহজামাল চৌধুরী, পিপি কামাল উদ্দিন, পিপি আবু সালেহ ইয়াহইয়া, পিপি আবুল হাসনাত, রোটারিয়ান সেলিনা আক্তার, পিপি মনজুর আল বাসেত, রোটারিয়ান আরশাদ আলী, রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান আব্দুর রহমান। সভায় রোটারি অ্যানুয়েল কনফারেন্স এর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন