এক ঝাঁক শিক্ষাগুরুর সাথে সিলেট প্রেসক্লাবে

আহমদ মাহবুব ফেরদৌস :

সিলেট এম সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক প্রফেসর এম. আজিজুল হক লস্কর স্যারের ‘Recognition of the Almighty Creator’s Power in Scientific Knowledge’ এবং ‘ আমেরিকার আদিবাসীদের লোককাহিনী ‘ গ্রন্থ দুটির প্রকাশনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁরই একসময়কার জুনিয়র সহকর্মী এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ ড.আবুল আনাম মো. রিয়াজ।

অনুষ্ঠান শেষে এশার সালাত আদায় করে ফটোসেশনে বাম দিক থেকে অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক জনাব আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানের আয়োজক অধ্যক্ষ ড. মো. হাসমত উল্লাহ, এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, আমি মাহবুব, গ্রন্হ দুটিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক প্রফেসর(অব.) এম আজিজুর রহমান লস্কর, অধ্যক্ষ(অব.)ছয়ফুল কবির চৌধুরী, জনাব……., ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো. জিল্লুর রহমান, ……….।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর স্যার, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ অনেক গুণীজন।

বইটির নামকরণে পরামর্শ প্রদান করেছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমসের আলী।

এমন একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়া ও উপস্থিত থাকতে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শেয়ার করুন