ইউকে প্রবাসী জুয়েলুর রব চৌধুরী কে সংবর্ধনা প্রদান

যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত ব্যাংকার্স ক্লাব, সিলেট এর প্রাক্তন সংগঠক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর প্রাক্তন কর্মকর্তা মোঃ জুয়েলুর রব চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) খালেদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাইক্লোন সিলেট এর প্রাক্তন সভাপতি জাবেদ আহমদ বলেন প্রবাসে থাকলেও জুয়েলুর রব চৌধুরী ফোনে যোগাযোগ রাখেন, দেশে আসার পূর্বে ও এসে যোগাযোগ করেন। ২০২২ এ লন্ডনের ব্রিকলেনে তাঁর আইএফআইসি মানি এক্সচেঞ্জে দুই বন্ধুকে নিয়ে লাঞ্চ করেছিলাম, আজ সিলেটের জল্লারপাড়ে গ্র্যান্ড প্যালেসে বেশ কয়েকজন স্বজন বন্ধুদের সাথে ডিনার করলাম। ফুলেল শুভেচ্ছার পর যুক্তরাজ্য প্রবাসী সংগঠক জুয়েলুর রব চৌধুরীর হাতে তুলে দেয়া হয় ‘ইউরোপের সাত দেশে বাইশ দিন’ বই টি।‌ লন্ডনে বসবাসকারী প্রাক্তন বিশিষ্ট ফুটবলার জালাল আহমদ এর জন্যও একটি বই তাঁর কাছে দেয়া হয়। সংবর্ধনার জবাবে প্রাক্তন ব্যাংকার ও প্রবাসী সংগঠক জুয়েলুর রব চৌধুরী বলেন জীবনের বাস্তবতায় প্রবাসে বসবাস করলেও মন পড়ে থাকে দেশে থাকা প্রিয় স্বজন বন্ধুদের মাঝে। তিনি ব্যস্ততম সময়ে সুন্দর আয়োজন ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্যাশ) আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম, জালালাবাদ গ্যাসের দু’জন উর্ধ্বতন কর্মকর্তা, জুয়েল ভাইয়ের অগ্রজ দু’জন সহোদর, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মতিউর রব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন