কেমুসাস-এর ৮৮ বর্ষের সাধারণ সভা অনুষ্ঠিত


কেন্দ্রীয় মুসলিম মুসলিম সাহিত্য সংসদ হাঁটি হাঁটি পা করে ৮৯ বছরে পদার্পণ করেছে। শীঘ্রই এ প্রতিষ্ঠান শতবছর পূর্ণ করবে। প্রতিষ্ঠার পর থেকে কেমুসাস আলো ছড়িয়ে যাচ্ছে। এক ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে সাহিত্য-সংস্কৃতির চর্চায় ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের অভ্যুত্থানসহ প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কেমুসাসের রয়েছে দীপান্বিত অধ্যায়। এ প্রতিষ্ঠানের ঐতিহ্যের ধারাবাহিকতায় আলো ছড়িয়ে যাবে।
উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর ৮৮ বর্ষের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কেমুসাসের শহিদ সোলেমান হলে সংসদের অসংখ্য জীবন সদস্যের উপস্থিতিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি আফতাব চৌধুরীর সভাপতিত্বে সভায় ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট এবং ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, ৮৭ বর্ষের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, শোকপ্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী। কার্যকরী কমিটির সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট ও কামরুল আলমের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক, মাসিক আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য ওমর ফারুক। সাধারণ সভায় কবি ও গবেষক মুসা আল হাফিজকে দেওয়ান আহবাব স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জীবন সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন হারুনুজ্জামান চৌধুরী, হাফিজ আবদুল হাই হারুন, মুসা আল হাফিজ, দেওয়ান মাহদি, কাওসার চৌধুরী, মোয়াজ আফসার, আলিম উদ্দিন আলম, প্রফেসর ড. তোফায়েল আহমদ, তাসলিমা খানম বীথি, লোকমান হেকিম, রুহুল আমিন নগরী, ডা. হোসাইন আহমেদ, মাশহুদুল হুদা খান, হাসানুজ্জামান চৌধুরী, সরওয়ার ফারুকী, মুহিত চৌধুরী, বিপ্লবী মুজিবুর রহমান, এখলাসুর রহমান, মাওলানা আবদুল মালিক চৌধুরী, এম. শহিদুজ্জামান চৌধুরী, আবদুল কাদের তাপাদার, কামাল আহমদ, এম এ মালিক, ড. শাহাদাত চৌধুরী, সাঈদ নোমান, অ্যাডভোকেট আবদুল আহাদ, প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সভায় সদস্যদের উত্থাপিত প্রস্তাবগুলোর জবাব দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। সভার শেষে মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

শেয়ার করুন