ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এবং ম্যানচেস্টার কমিউনিটির মুর্দেগানদের স্মরণে এক ঈসালে সাওয়াব মাহফিল গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
শাহজালাল মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিটন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের মুহাদ্দিস শায়েখ মাওলানা বদরুজ্জামান রিয়াদ, শাহজালাল মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের উস্তায মাওলানা লোকমান আবদাল প্রমুখ।
বক্তাগণ বৃটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহমাতুল্লাহি আলাইহি এর দ্বীনি খেদমতের ভূয়সী প্রশংসা করেন এবং তার আদর্শে সুন্নাতে নববী অনুসরণে জীবন গঠনের আশাবাদ ব্যক্ত করেন। মাহফিলে ম্যানচেস্টারে বাংলাদেশী কমিউনিটির প্রবীন ব্যক্তিত্বদের মসজিদ এবং কমিউনিটির প্রতি অবদানের শুকরিয়া আদায় করা হয় এবং সকল মুর্দেগানের জন্য বিশেষ দু‘আ করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদের ট্রাস্টি আলহাজ শফিক মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুরাবুর রহমান, মসজিদের ইমাম হাফিজ জামাল হুসাইন, সেক্রেটারি মারুফ খান, অর্গেনাইজিং সেক্রেটারি ইশতিয়াক আহমেদ সুমন, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের সেক্রেটারি আলহাজ্ব আবদুল মুসাব্বির, শাহপরান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, কপিস শাহজালাল মসজিদের ইমাম হাফিজ আব্দুল বাসিত, আঞ্জুমানে আল ইসলাহ ওল্ডহ্যাম শাখার প্রেসিডেন্ট মাওলানা এম এ বাছিত আশরাফ, ম্যানচেস্টার শাখার প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, রচডেল শাখার সেক্রেটারি হাফিয দেলওয়ার হাসান সুমন, হাইড মসজিদের চেয়ারম্যান আলহাজ আলী রাজা, ইমাম হাফিজ ইয়াহয়াউর রহমান, হাফিয আতাউর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা নজম উদ্দিন, সাপ্তাহিক বাংলা কাগজের ডিরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন প্রমুখ।