অজিত রায় ভজন
একটি সকাল শীতের ভোরে
শিশির জলে নাইছিলো,
আলোর আশায় গাছের ডালে
গান-তো পাখি গাইছিলো।
স্নিগ্ধ ভোরে ঘরটা ছেড়ে
সবাই মিলে চলছিলো,
বন্ধু স্বজন মিলন ক্ষণে
মনের কথা বলছিলো।
প্রথম সকাল দিনের শুরু
সূর্য পুবে হাসছিলো,
নতুন আশায় মনের যত
দুঃখ বুঝি নাশছিলো।
আসবে আলো নতুন করে
স্বপ্ন সবে দেখছিলো,
নিজের মত হয়তো বিধি
তখন কিছু লেখছিলো।