তাসলিমা খানম বীথি
কেমুসাসে সিঁড়ি বেয়ে লাইব্রেরীতে যেতেই স্টাফ বলল- আপনার নামে চিঠি আসছে। এ্ই যুগে চিঠি আসবে। অবাক হয়ে জানতে চাইলাম কে পাঠালো? অফিসরুম থেকে চিঠি সংগ্রহ করতে তিনি জানালেন আমার খোঁজে কেমুসাসে গিয়ে না পেয়ে চিঠি রেখে গেছেন। ভেবেছিলাম অনেকদিন পর চিঠি। ভাবতে মন ভালো লাগা কাজ করছে। একটা সময় অনেক চিঠি লিখছি। পত্রিকা চিঠি ছাপানো এসব পড়তাম ভালো লাগতো। তখনো মোবাইল ব্যবহারে বাইরে ছিলাম। এখন সোস্যাইল মিডিয়া এসে চিঠি আর লেখা হয় না। ঝপটপ যে কোন মুহুর্তে অফিসিয়াল কাজে, কারো খোঁজে কিংবা জরুরী প্রয়োজনে ম্যাসেস দিলে হয়ে যায়।
যাই হোক, চিঠি খুলে দেখি সাহিত্যের একটি অনুষ্ঠানের দাওয়াত। কেমুসাসে দীর্ঘদিন সাহিত্য আসরে উপস্থাপনা করায় অনেকে ভাবে কমিটির কেউ কিংবা কর্মস্থল। আমার চিঠিকে সময়মত হাতে দেবার জন্য কেমুসাসকে ধন্যবাদ।