সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র সিলেট ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান

সহযোগিতামূলক মনোভাবই প্রতিক‚ল পরিবেশকে মোকাবেলা করতে পারে
… মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ বলেছেন, জীবনে প্রতিক‚ল পরিবেশ এবং পরিস্থিতি মোকাবেলার জন্য সুন্দর ও আদর্শ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এছাড়া সহযোগিতামূলক মনোভাবই প্রতিক‚ল পরিবেশকে মোকাবেলা করতে পারে। সেনা ইন্স্যুরেন্স পিএলসি মানুষের মধ্যে সেই সহযোগিতামূলক মনোভাবই সৃষ্টি করতে চায়। এজন্য মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল হিসেবে নিরলসভাবে কাজ করছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। ইতোমধ্যে এটি সকলের বিশ^াস এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ও পরিচালিত সেনা কল্যাণ সংস্থা নিয়ন্ত্রিত ‘সেনা ইন্স্যুরেন্স পিএলসি’-এর সিলেট ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র এমডি এবং সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক গবেষক নজরুল ইসলাম বাসন, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর পরিচালক খালেদ আহমদ, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, বারাকা গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানী চৌধুরী। অনুষ্ঠানে সেনা ইন্স্যুরেন্স পিএলসির কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন কোম্পানির সেক্রেটারি এমএম সাজেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ মুসাদ্দেক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপস্থাপিকা তাহমিদা ফাতেমী চৌধুরী নিদিতা। অনুষ্ঠানে সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত ভিডিও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ব্যাংক, ইন্সুরেন্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন