আনোয়ার শাহজাহান: চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম। আমাদের সঙ্গে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্রিটিশ মূলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
চ্যানেল এস-এর দুই দশকের এই সাফল্য প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি কেবল একটি টেলিভিশন চ্যানেল নয়, বরং আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বহির্বিশ্বে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।
চ্যানেল এস-এর অবদানকে সম্মান জানাতে এবং তাদের এ দীর্ঘ পথচলার সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে চ্যানেল এস-এর সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন চ্যানেল এস।