সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্সর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহবুব হাসান পংকি (৩৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা রাত সাড়ে ৭ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার কসেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজার যাচ্ছিলেন। পথিমথ্যে কসেরতল এলাকায় পৌছামাত্র হবিগঞ্জগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহীরা এ্যাম্বুলেন্সের নিচে ঢুকে যান।
স্থানীয়রা গুরুতর অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব হাসান পংকিকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাফিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাহবুব হাসান পংকি উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলীর ছেলে।
সিলেটের শেরপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।