চেতনার বড়ি

শাহীদুল মুরছালীন

______________________________________

এত্তো বছর খাওয়াইছিলা যেই চেতনার বড়ি

কাজ হলো না কাজ হলো না, উল্টো ঘুরায় ছড়ি।

আমাদের এই প্রজন্মটার আছে প্রটেকশন

চেতনার ওই বড়ি তাঁদের করছে রিঅ্যাকশন।

চলবে না আর ছলচাতুরী, চেতনা কারবারি

বিপ্লবীরা ভাঙতে জানে, গড়তেও কান্ডারি।

যেই চেতনার বেচা-কেনা করলে দোকানদার

লাভে-মূলে সব হারালে নেই তো জামিনদার।

বস্তাপঁচা পণ্য তোমার লাগবে না আর কাজে

রক্ত-ঘামের দাগ রয়েছে তাহার ভাঁজে ভাঁজে।

যে দেশ নিয়ে বিপ্লবীদের স্বপ্ন সারি সারি

চলবে না সেই দেশে কোনো দম্ভ-খবরদারি।

চেতনার মা যায় পালিয়ে

চামচা দিয়ে চাল-চালিয়ে

গুজব রটাই খুড়ছে তারা বদ্- কুমিরের খাল

তাঁদের ফাঁদে পা দিয়েছে রাম-ছাগলের পাল।

আবার এলো মাস বিজয়ের প্রাণের ডিসেম্বর

সপ্ত রঙে রঙিন হলো দেশের মনোম্বর।

স্বৈরাচার আর ফ্যাসিবাদির নেই চেতনার বুলি

কিচিরমিচির করছে কূজন মন-টিয়া বুলবুলি।

দেশটা আমার দেশটা তোমার ভালোবাসার বাড়ি

এইখানে ভাই চলবে না আর চেতনা-পোদ্দারি।

শেয়ার করুন