লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ ও আহতরা আমাদের প্রেরণা
অধ্যক্ষ আমিরুল আলম খান

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদরা আমাদের প্রেরণা। আহতরাও আমাদের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায় প্রতিষ্ঠার দৃপ্তপথ দেখিয়ে দিচ্ছে। তাদের ত্যাগ-তিতিক্ষাকে মূল্যায়ন করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে।

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের সহকারী অধ্যাপক মিজানুল কবিরের সভাপতিত্বে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের প্রভাষক কণিকা রাণী ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক নন্দ কিশোর রায়, প্রভাষক নাসরিক আরা নার্গিস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন একাদশ শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান ও নাদিয়া তানজিম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী শ্যামলী আক্তার, গীতা পাঠ করেন তনুশ্রী দে। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, সোহেনাজ তাজগেরা, রোকেয়া বেগম, বিশ্বজিৎ দেব, মোহাম্মদ আবু হানিফ, শক্তিরাণী সরকার, আয়েশা আক্তার, বিকাশ চন্দ্র, ফারজানা ইয়াছমিন, সোহেল আহমেদ, আসমাউল হুসনা, আব্দুল্লাহ আল মাবরুর, লিটন শর্মা, সোহাগ মিলন, ফরিদ উল ইসলাম, ত্রপা রায়, লাইব্রেরিয়ান শিরিন সুলতানা, বিপিএড মাহবুবা খানম প্রমুখ।

শেয়ার করুন