কানাডায় এমসি ও সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন কমিটি গঠন

কানাডার টরোন্টোতে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ও সিলেট সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে এলামনাই এসোসিয়েশন, অন্টারিও। আতাউর রহমানকে সভাপতি এবং সবুজ চৌধুরীকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি তিন বছরের জন্য গঠন করা হয়েছে।
রোববার রাতে কানাডার টরোন্টো সিটির ডেনফোর্থ অভিজাত রেস্টুরেন্ট মদীনা গ্ৰীল-এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়।

কানাডার অন্টারিওতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন, সৌহার্দ্য বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে এই কমিটির আত্মপ্রকাশ বলে জানিয়েছেন কমিউনিটি নেতারা।

এমসিসি এন্ড এসজিসি এলামনাই এসোসিয়েশন অব অন্টারিও, কানাডা নামে গঠিত নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সুলতান কিবরিয়া, সহকারী সদস্য সচিব ডা. শামসুল আবেদীন, অর্থ পরিচালক আবুল নওশের চৌধুরী, সাংগঠনিক ও একাডেমিক বিষয়ক পরিচালক তানভীর আহমেদ চৌধুরী।
সুলতান কিবরিয়ার সভাপতিত্বে ও সবুজ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যুৎ রঞ্জন দে, আবুল লিছ চৌধুরী, মোন্তাজির আলী, ফখরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, এবাদ চৌধুরী, ইমাদ হোসেন, গোলাম ইমরান সুমন, মাশুক চৌধুরী, কামরুল ইসলাম, তাহমিনা আক্তার চৌধুরী, ইত্তেজা আহমেদ, মিজান চৌধুরী, বাপ্পি রহমান, সুবেদুর রহমান মুন্না প্রমুখ।

শেয়ার করুন