রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জনসভা বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসেন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির ও সিলেট জেলা আহবায়ক অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম।
সভাপতিত্ব করবেন সিলেট মহানগর আহবায়ক মো. ওমর ফারুক । জনসভায় সর্বস্তরের সিলেটবাসীকে অংশ গ্রহণের জন্য এবি পার্টির সিলেট জেলার সদস্য সচিব অ্যাডভোকেট হোসাইনোর রহমান লায়েস ও মহানগর সদস্য সচিব মুহাম্মদ রেজাউল করিম শোয়েব আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি ।