শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপি চায় দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ-সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন জাতিকে উপহার দেয়া। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এটাই বিএনপির প্রত্যাশা।
২৫ নভেম্বর সোমবার শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভায় সভাপতির বক্তৃতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল মতভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন শাল্লায় জাতীয়তাবাদী শক্তি সত্যিই ঐক্যবদ্ধ।
তিনি উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক নেতৃবৃন্দকে আহব্বায়ক কমিটির ফরম ২৯ নভেম্বর জেলা কমিটি থেকে সংগ্রহ করে ২রা ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রেজাউল হক, নাদের আহমেদ, ফারুক আহমেদ, আনছার উদ্দিন, আকবর আলী, আব্দুর রশিদ চৌধুরী।
কর্মী সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা থেকে আগত নেতৃবৃন্দের নিকট তাদের দীর্ঘদিনের সুখ দুঃখ তুলে ধরে দলের ত্যাগী নেতাদের সামনে রেখে একটি সুশৃঙ্খল কমিটি গঠনের দাবি জানান।
উক্ত কর্মী সভায় জেলা, উপজেলা-ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।