মুন্সি আবুল হাসান ::
কোন সে ভীতু বলে এমন
কেন ভাবিস এই হীনতা?
শরতের এই তুলতুলে কাশ
শিউলি বকুল বেলির সুবাস
আমরা যদি জেগে থাকি
কার এমন সাধ্য আছে
কাড়বে মোদের স্বাধীনতা?
স্বাধীনতা কেড়ে নিবে
বিলে ঝিলে শাপলার হাসি
কেড়ে নিবে কোন সে দস্যুদল?
আমরা বসে চুষবো আঙুল
আমরা কিরে এতই দুর্বল?
অঘ্রাণের এই ধানের ঘ্রাণ
বসন্তের কোকিলের গান
টুনটুনির টুনটুন-দোয়েলের শিস
কেড়ে নিতে চায় কোন সে খবিশ?
এই পদ্মা মেঘনা যমুনা সুরমা
আমাদের গা ঘেঁষে বহমান
কে আছে তা থামিয়ে দিবে
থাকতে গায়ে রক্ত- প্রাণ?
আমরা এনেছি এই স্বাধীনতা
অমূল্য এক ত্যাগের বিনিময়ে
এপারে ওপারে কোন তার ছেঁড়া
অপস্বপ্ন দেখে ঝিমিয়ে ঝিমিয়ে?
আমরা যদি জেগে থাকি
জেগে থাকবে স্বাধীনতা
কাড়ার চিন্তা করবে না কেউ
লাল সবুজের এই পতাকা।