নুরুস সুফিয়ান চৌধুরী :
কারণোকারণে
তোমার বাড়িতে আমার রোজ রোজ যাওয়া
তোমার উঠানে খেলি
তোমারই পুকুরে হয় খেলাশেষে নাওয়া
তোমাদের বাড়ি হয়ে ইশকুলে যাই
তোমার ভায়ের থেকে নোট বই আনি
চোখাচোখি হয়ে গেলে হঠাৎ কখনো
নজরে নজর রাখো কথাতো বলোনি
তোমার বাড়ির ফুলে মৌ মৌ ঘ্রাণ
মিঠা মিঠা লাগে কেন টিউবওয়েলেরও পানি
তোমাদের বাড়ি যেন বাড়ি নয়,কোন মৌচাক
সেই চাকে বাস কর তুমি মৌরাণী।