জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে  মঙ্গলবার (৫ নভেম্বর) শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শাল্লা উপজেলা সদরে এক আনন্দ মিছিল করেন।

এরপর উপজেলার পুরাতন শহীদ মিনারের সামনে জড়ো হয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় বক্তব্য  রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আমজাদ,

 বিএনপি নেতা আব্দুল করিম,  উপজেলা কৃষক দলের আহব্বায়ক মাহতাব উদ্দিন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, 

উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক রুবেল আহমদ দুলাল, উপজেলা সেচ্ছাসেবক দলেরভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নুরুল আমিন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব 

ব্রজেশ রঞ্জন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জল হক বাপন, 

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হুসেন সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক এরশাদ হুসেন প্রমুখ।

নেতৃবৃন্দ নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির ইতিহাস ঐতিহ্যের উপর আলোকপাত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে  সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন