আশা’র সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন


গাভীর সংখ্যা না বাড়িয়ে দুধ উৎপাদনের পরিমান বাড়াতে হবে

উন্নত প্রযুক্তিতে গাভী পালনে কোন বিকল্প নেই। ফলে আমাদেরকে গাভীর সংখ্যা না বাড়িয়ে বরং গাভীর প্রতি দুধ উৎপাদনের পরিমান বাড়াতে হবে। প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা নিজেদের খামারে কাজে লাগিয়ে গাভীর দুধ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান মিয়া ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সিলেট আশার উদ্যোগে নগরীর আম্বরখানা এলাকায় একটি হোটেলের কনফারেন্স রুমে আশা’র সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।


সিলেট আশার ডিস্ট্রিক অফিসার আলাউদ্দিন আলী এর সভাপতিত্বে ও আশার আঞ্চলিক ম্যানেজার মুজিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু,আশার এসিস্টেন্ট ডিরেক্টর খোরশেদ আলম, আশার শিক্ষা অফিসার হাবিবুর রহমান,আশার সদর ১,২ ব্যাঞ্চের ম্যানেজার বাদশা মিয়া রনি ও শামসুল হক ও আশার কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য আশার এনজি ও বিভিন্ন উপজেলা থেকে ২৯ জন সংকর জাতের দুগ্ধ খামারী উপস্থিত ছিলেন।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন