সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠন গৃহীত কর্মসূচী সফলের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা করা হয়।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে আগামী ১ নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস ২০২৪ সমগ্র বাংলাদেশে উদযাপন করা হবে। সংগঠন গৃহীত কর্মসূচীর মধ্যে স্বতন্ত্র যুব মন্ত্রণালয়ের দাবীতে আগামী ২৮ অক্টোবর সোমবার বেলা ১০.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুব মন্ত্রণালয়কে আলাদা করার দাবীতে ২ ঘন্টা অবস্থান কর্মসূচী, দুপুর ১২.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাসহ ২১ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হবে। ৩০ অক্টোবর বুধবার বিকাল ২.৩০ ঘটিকায় নগরীর বিজয় চত্ত্বরে সমাবেশ, বিকাল ৩.০০ ঘটিকায় জাতীয় যুব দিবস ২০২৪ কে স্বাগত জানিয়ে মহানগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্ত্বর থেকে জিন্দাবাজার পয়েন্ট, বন্দরবাজার, তালতলা পয়েন্ট, মিজাজাঙ্গাল হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত যুব শোভাযাত্রা, আগামী ১ নভেম্বর শুক্রবার কাজির বাজার সেতু মধ্যবর্তী স্থানে বেলা ১০.০০ ঘটিকায় যুব সমাবেশ, বেলা ১১.১৫ ঘটিকায় কাজির বাজার সেতু থেকে তালতলা পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান, দুপুর ২.৩০ ঘটিকায় আলোচনা সভা, ৭টি কমিটির নাম ঘোষণা, শপথ ও সাংগঠনিক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন। জাতীয় যুব দিবসের গুরুত্ব উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। বিশেষ প্রস্তুতি সভায় সাংগঠনিকভাবে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপনে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক বিজিত চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, প্রচার সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ নাসিমুল বারী নোমান, মোঃ আব্দুল আলী, মোঃ কামাল হোসেন, মোঃ কিবরিয়া আহমদ, মোঃ আব্দুল হামিদ, শাহরিয়া হাসান, উবায়দুল হাসান রায়হান, হাবিবুর রহমান ও মোঃ ইকবাল হোসেন।
বিশেষ প্রস্তুতি সভা থেকে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে সকল কর্মসূচীতে, সর্বস্তরের সচেতন নাগরিক ও যুবসমাজের প্রাণবন্ত উপস্থিতি কামনা করা হয।