অসুস্থ মাওলানা বাহারকে কওমি ফোরামের লক্ষাধিক টাকার সহায়তা প্রদান

সমাজ ও মানবসেবায় ব্রত “গাছবাড়ী কওমি ঐক্য ফোরাম” এর পক্ষ থেকে ১লক্ষ ৩৬হাজার ২শত ৩০ টাকার চিকিৎসা সহায়তা বাবত অনুদান প্রদান করা হয়েছে একজন মুমূর্ষু রোগীকে।

গতকাল (২৫ অক্টোবর) বিকেলে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, গাছবাড়ী মজাহিরুল উলূম সিমাবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও “গাছবাড়ী কওমি ঐক্য ফোরাম” এর অন্যতম উপদেষ্টা মাওলানা বাহার উদ্দিন আগতালুকী হুজুরকে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

মাওলানা বাহার উদ্দিন আগতালুকী একজন নিভৃতচারী মেধাবী ও পরহেজগার মানুষ। আর্থিক ভাবে অসচ্ছল নেহায়েত পরিবারের বেড়ে ওঠেছেন। ৫সন্তানের পরিবারে জীবন যাপন করতেন, অসুস্থ হওয়ার আগে সমাজকে অভাব বুঝতে দিতেন না তিনি। মাসখানেক থেকে চরম অসুস্থতায় ভুগছেন। আর্থিক সহায়তা পেয়ে তিনি ফোরাম নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেটের দরগাহ মাদরাসার মুহাদ্দিস, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর ছেলে, মাওলানা এনামুল হক জুনায়েদ, ফোরামের সিনিয়র সহসভাপতি, বুধবারী বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান ইবনুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ প্রমুখ।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন