দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬, ঢাকা বিভাগে ২৮২, বরিশালে ৮৩, চট্টগ্রামে ১৯৬, খুলনায় ১৪৬, রাজশাহীতে ৪২, ময়মনসিংহে ৩৮, রংপুরে ৩৬ ও সিলেটে ৭।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৮৮০ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৪৭ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।