আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় দুর্বূত্তায়নেরকাছে ম্লান হতে দিবো না: খন্দকার মুক্তাদির

সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে বিএনপির জনসভা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘ ১৭ বছর মেজরটিলা মানুষ শান্তিতে বসবাস করতে পারেন নি। এলাকার সন্ত্রাসীদের অস্ত্ররের মহড়ায় মানুষ ছিলো আতংকিত। বিরোধী দলের নেতাকর্মীরা শান্তিতে বাসা-বাড়িতে ঘুমাতে পারতে নি। দীর্ঘ ১৭ বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাস্তায় নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। দেশে পরপর তিনটি নির্বাচনে দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায় নি। বিগত স্বৈরাচারী সরকার দেশের মানুষের উপর এত বেশি নির্যাতন করেছে যে মানুষের পিঠ দেওয়ালে টেকে গিয়েছে, তাই গৃহবধু, স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষ তাদের বিরুদ্ধে গত জুলাই মাসে রাস্তা নেমে আসে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হাজারের উপর তরুণ-তরুণী প্রাণ দিয়েছেন। কয়েক হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে দৃষ্টি শক্তিসহ পঙ্গুত্ব বরণ করেছেন। এতসব আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় কোনো লুটেরা ও দুর্বূত্তায়নের কাছে ম্লান হতে দিবো না।
তিনি আরো বলেন, কেউ যদি এই সুযোগে চোরাচালান, জায়গা দখল, চাঁদাবাজি, সম্প্রীতি বিনষ্ট সহ প্রতিহিংসার রাজনীতি করলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই সব বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কোন শৃঙ্খলা বিনষ্টকারী বা অপকর্মের সাথে জড়িত ব্যক্তির তথ্য পাওয়ার সাথে সাথে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। প্রয়োজনে অপকর্মের সাথে জড়িতদের আমরা আইন শৃঙ্খলাবাহিনের কাছে ধরিয়ে দেবো।
তিনি আরোও বলেন, আমরা সিলেটের অর্থনৈতিক ভিত্তিকে মজবুদ করতে চাই। সিলেটের উন্নয়নে কাজ করতে চাই। প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে চাই। আমরা সিলেটের পর্যটন শিল্পসহ বিভিন্ন ধরনের শিল্প কারখানার বিকাশ করতে চাই। আমরা সিলেটসহ সমগ্রদেশকে সাম্য, সমতা, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গঠনে আপনাদের সহযোগিতা চাই।
তিনি রবিবার (২০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে সিলেট নগরীর মেজরটিলা পয়েন্টে ৩৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহমদ সেলু’র সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদু সুহেল, জেলা যুবদলের সহ-সভাপতি কবির আহমদ এবং মাহিন আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, মতিউল বারী খুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, খাদিম নগর ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খাঁন।
৩৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিদুল ইসলাম কাদিরের কোনআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুরশেদ আহমদ সফু, সাইফুল ইসলাম শিপন, সাফোয়ান কোরেশী, আলীম উদ্দিন রানা, রুবেল আহমদ, জেলা শ্রমিক দলেল সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সুয়েজ হোসেন, মাছুম আহমদ, আনোয়ার হোসেন, মিছবাহ আহমদ প্রমুখ।

শেয়ার করুন