এবার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়।
এরআগে গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন বলেন, বয়স্ক জনিত ও বুকে ব্যথা অনুভব হওয়াতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ কারাগার থেকে সিলেটে আনা হয়েছে। আজ মঙ্গলবার শারীরিক পরিক্ষার (চেকআপ) করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা ভর্তি দিয়েছেন। তাই কারা কর্তৃপক্ষের তত্বাবধানে হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকবেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নান বার্ধক্য জনিত কারণসহ অন্যান্য অসুস্থতার কারণে কারাগার থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। তাকে শারিরিক পরিক্ষার জন্য পাঠানো হচ্ছে আগেই জানিয়ে রাখেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলা। তবে চিকিৎসকরা তার অবস্থা দেখে বলেন, ভর্তি করা প্রয়োজন। যে কারণে হাসপাতালের ৩ তলার ১৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার জন্য মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসকরা তার পরিক্ষা নিরীক্ষা করছেন। তার ব্যাপারে পরবর্তীতে করণীয় বিষয়ে চিকিৎসদের কাছ থেকে জেনে জানাবো।
এরআগে গত ৫ অক্টোবর সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ওইদিন বিকাল ৩টায় তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয় এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জানান জেলার মো. শাখাওয়াত হোসেন।