আসুন হিংসা, বিদ্বেষ ভুলে গনতান্ত্রিক রাষ্ট্র গঠনে এগিয়ে নিয়ে যাই

আব্দুল হাসিব

ছাত্রশিবির তাদের প্রকাশ্য হোক, গোপনে হউক, যেভাবেই পারুক তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে। এটা তাদের একান্তই নিজেদের ব্যাপার। আপনারা কেন শিবির নিযে এতো মাতামাতি! আপনারা আপনাদের সংগঠনের দিকে মনোযোগ দিন৷ আপনারাই ঐক্যবদ্ধ হউন। ছাত্র হলে ছাত্রদলের রাজনীতিতে উৎসাহিত করুন। ছাত্র না হলে স্বেচ্ছাসেবক বা যুবদলের রাজনীতিতে উৎসাহিত করুন। দেশ গঠনে নিজেদের অবস্থান থেকে সবাই কাজ করে যান৷

ছাত্র না হলে ছাত্রশিবিরে জায়গা নেই। তখন তারা তাদের অন্য সংগঠনে জায়গা করে দেয়৷ জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশন খুবই শক্তিসালী ও ঐক্যবদ্ধ সংগঠন।

২য় বারের মত স্বাধীনতা অর্জনে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে, তাদের ৫০০ জনের মত নেতাকর্মী প্রাণ বিলিয়ে দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামী ১৭ বছর এক সাথে আন্দোলন করেছে। এখন বিবেধের সময় নয় , এখন দেশটি ভালো একটা জায়গা নিয়ে যেতে সবার ঐক্যবদ্ধ সাহায্য ও সহযোগিতা দরকার। আসুন হিংসা, বিদ্বেষ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে দেশকে গনতান্ত্রিক রাষ্ট্র গঠনে এগিয়ে নিয়ে যাই৷

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন