সিলেট-৩ সংসদীয় আসনে শমসের জামাল মনোনয়ন ফরম জমা দিলেন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৬:২১ মিনিট
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল । সোমবার (২০ নভেম্বর) সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজনৈতিক পরিবারের সন্তান শমসের জামাল ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ ও সিলেট ৩ আসনের ভোটার ও শুভাকাংখীরা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন ।
উল্লেখ্য শমসের জামাল সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এবং সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হকের জ্যেষ্ঠ পুত্র। ১৯ নভেম্বর রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।