সিলেট-৬ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন সরওয়ার হোসেন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৯:৪০ মিনিটদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন কিনে জমা দিয়েছেন সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার মনোনয়ন ফরম কেনেন এবং পরে জমা দেন। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীক লীগসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় সরওয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনসাধারণের পাশে রয়েছি। আমি জনপ্রতিনিধি না হয়েও এ আসনে ব্যপক উন্নয়ন করেছি। গেল করোনা মহামারীর সময় ও বন্যার সময় আমি অসহায় মানুষের পাশে ছিলাম, আছি আগামীতেও থাকবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।-