সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৬:৫২ মিনিট
সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের সুখ শান্তি ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর বিকালে বাদ আছর সমবায় ভবনের ভিতরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোর্ট পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ শাহ আলম, সহকারী ইমাম হাফেজ মাওলানা মোঃ নূরুল কামাল। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন মুরব্বী ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ মুজিবুর রহমান শওকত, সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম লস্কর, ও ব্যবসায়ী খলিলরু রহমান খোকন, মোঃ আনিছুর রহমান, মোঃ এমদাদ খান, মোঃ মখলিছুর রহমান, মুজিবুর রহমান, আবু নওশাদ, সিরাজুল ইসলাম, পল্টন রায় প্রমূখ।