নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের আনন্দ মিছিল
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১০:০৬ মিনিটদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি এ.জেড রওশন জেবীন রুবা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ,শামসুন্নাহার মিনু, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান প্রমুখ।