লিমেরিক গুচ্ছ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ১০:৪৬ মিনিট
আনোয়ার হোসেন মিছবাহ্
১। যে বাজারে যতো বেশি বলবি জিনিস দাম
আমরা ততো পচতে দেবো বলবো
পকেট থাম কিনবো না আজ কিছু নাও না যতো পিছু গোদাম ঘরে
পচতে দিয়ে করবো আসল কাম! ———
২। আগেকার নেই দিন কিনে নেওয়া সস্তায় আজকাল এলো দিন টাকা নেওয়া বস্তায় ব্যবসার নাম আজ মজুদের কারবার মুনাফার ময়লা নেই কেউ ঝাড়বার মজুরের কম টাকা এই দেখে পস্তায়। ——-
৩। টাকার থেকে বাড়ছে ডলার কমছে সুখের আসা খেত খামারে পানির তোড়ে মারলো কৃষক চাষা এই সুযোগে কিছু লোকের লজ্জা গেছে আপন চোখের বে পুঁজিতে গড়ছে তারা ইট পাথরের বাসা। ——-
৪। নেই ঘরে আর নিত্য বাজার জ্বলছে আগুন বাজারে ফিরছে থলি বাজার ঘুরে ভরছে না আর হাজারে সিন্ডিকেট আর আড়ৎদারে রোজ সকালে পকেট মারে এই ভয়ে আজ ক্ষিধের মানুষ ভাঙ্গছে তাদের মাজা রে। ——
৫। তেল নিয়ে কর তেলেসমাতি মুখ বুঁজে সব সইবো পেঁয়াজে তোর ব্যবসাপাতি চোখের জলে বইবো পকেট কাটার এই সুযোগে ভাবিস না রে সব হুজুগে দিন ফুরোলে দোকান ভুলে আমরা কথা কইবো।